বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশ সদস্যদের মারধর করে জিআর মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্যও এ হামলায় অংশ নেন।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বানিয়াচং থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ তোহাকে হবিগঞ্জ আড়াইশ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার (ওসি) মো. এমরান হোসেন জানান, রাতে ওই গ্রামের রমজান আলীর ছেলে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বুলবুল মিয়াকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ সদস্যরা। এ সময় আসামিকে আটক করা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তার স্বজনরা।
বাকবিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলে বিদ্যুৎ চলে গেলে আসামির স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। অ্যাডিশনাল এসপি (বানিয়াচং সার্কেল) মো. শেখ সেলিম জানান, আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। অভিযান চলমান রয়েছে।