বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ১০:২০ পূর্বাহ্ন
রাজধানীর গেন্ডারিয়া থানাধীন মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজিজ-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। রাতে এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে গ্রেফতার এএসআই আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।