বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৭:৩১ পূর্বাহ্ন
মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ, প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫শ ৭৫ পিস পেনসডিল বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।
আটককৃত মাদক ব্যবসায়ী নাসিননগর উপজেলার গলনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মিজান মিয়ার ছেলে মোঃ রোমান (২০)। তবে পুলিশি অভিযান টের পেয়ে তার এক সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাচঁটার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ-এর নির্দেশনায় অপারেশন অফিসার মুহাম্মদ আজিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরশহরের এসএইচ আইডিয়াল স্কুল সংলগ্ন হইতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫শ ৭৫ পিস ফেনসেডিল বোতলসহ মোঃ রোমান কে আটক করেন।
এ বিষয়ে এসআই মুহাম্মদ আজিজুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় কুলিয়ারচর থানায় ২ অক্টোবর ২০২০ খ্রিঃ তারিখে ০৩ নং মামলা দায়ের করেছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক শুক্রবার (আজ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।