শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ন
লিয়াকত,হোসেন রাজশাহীঃ রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিচ ইয়াবা রয়েছে।
আরএমপির সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা)উৎপল কুমার চৌধুরী’র নেতৃত্বে টিএসআই, মোঃ মনিরুল ইসলাম, এসআই, মোঃ তাজ উদ্দিন, এএসআই, গৌরাঙ্গ কুমার, এটিএসআই, মোঃ কামরুজ্জামান সহ সংগীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময়, ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী-মোঃ শামীম (৩৬), পিতা-মোঃ ইনসান আলী, সাং-লক্ষীপুর (ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়), থানা-রাজপাড়া, মহানগর, রাজশাহীকে আটক করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র মোঃ গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর)বিষয়টি নিশ্চিত করে করেছেন।