সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:৪৮ অপরাহ্ন
লিয়াকত,রাজশাহী ব্যুরো : গতকাল আনুমানিক রাত ১২ টার সময় রাজশাহী মহানগরীর কোর্ট ভেড়িপাড়া মোড়ে দুর্বৃত্তদের ছুরির আঘাতে খুন হয়েছেন।
ছেলেটির নাম আদর হোসেন( ৩৮) সে পেশায় একজন সিগারেট ব্যবসায়ী।
পুলিশ জানায়, ভেড়িপাড়া মোড়ে আদরের একটি ছোট পান সিগারেটের দোকান আছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ওই দোকানেই হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এলোপাতাড়িভাবে আদরকে মারপিট করে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে মনে হয়েছে পূর্ব শত্রুতার জের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এখনো মামলা হয়নি। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছি।
তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র।