শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশে এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০২/১০/২০২০ তারিখ ১৭.২৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন হবিরবাড়ী থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সিদ্দিক (৫০), পিতা মৃত-ফয়জুদ্দিন মির্জা, মাতা-মোছাঃ সখিনা বেগম, সাং-হবিরবাড়ী (খিলবাড়ী পুকুরে দক্ষিণে), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং ০২/১০/২০২০ তারিখ ১৮.৩৫ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন নৌওপাড়া থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ২। মোঃ হামিদুর রহমান ওরফে হামিদ (২৫), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-মোছাঃ হামিদা খাতুন, সাং-খাবলাপাড়া ০৮নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।